শনিবার, নভেম্বর ২৩

কুয়াকাটা পর্যটনের টেকসই উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা নিয়ে মতবিনিময়

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটায় টেকসই পর্যটনের জন্য ট্যুরিস্ট পুলিশের ভূমিকা নিয়ে অংশীজনদের সাথে একটি মতবিনিময় সভা করেছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা রিজিয়নের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় পর্যটনের ইউথ ইন কনফারেন্স হলে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) মোঃ আবু কালাম সিদ্দিক। এসময় কুয়াকাটা পর্যটন কেন্দ্রে যেসকল অসঙ্গতি ও সমস্যাগুলো রয়েছে তা চিহ্নিত করে সংশ্লিষ্টদের নিকট সমাধানের সুপারিশ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুজ্জামান, পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মঈনুল হাসান প্রমুখ। কুয়াকাটা পর্যটন কেন্দ্রে সংশ্লিষ্ট অংশীজনদের পাশপাশি মতবিনিময়ে অংশগ্রহণ করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের নাসির উদ্দিন ও সাবেক সভাপতি মনিরুল ইসলাম।

Share.