বুধবার, জানুয়ারী ২২

কেনিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩

0

ডেস্ক রিপোর্ট:  পশ্চিম কেনিয়ায় একটি পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় রোববার (১৮ জুলাই) কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) উত্তর-পশ্চিমের কিসুমু-বুসিয়া জেলার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।সিয়া কাউন্টির স্থানীয় পুলিশ প্রধান চার্লস বলেন, আমরা ঘটনাস্থলে ১২টি লাশ গণনা করেছি। অপর একজন আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। অনেককে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, দুধ ভর্তি একটি লরি উগান্ডা সীমান্তের কাছে বুসিয়া থেকে কিসুমুতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পেট্রোল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেট্রোল ট্যাংকারটি উল্টে গেলে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের পৌঁছাতে দু’ঘণ্টা সময় লেগেছিল।কেনিয়ায় ২০০৯ সালে একটি ট্যাংকার উল্টে ১২০ জনের মৃত্যু হয়। দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়।

Share.