বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

‘কেন ভালো মানুষ দ্রুত চলে যায়!’

0

বিনোদন ডেস্ক:  হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর মারা গেছেন ভারতের ছোট পর্দার তারকা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে ভারতের টিভি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।সামাজিক পাতায় শোক জানিয়ে সিদ্ধার্থ শুক্লার আত্মার শান্তি কামনা করেছেন বলিউড ও টিভি অঙ্গনের তারকারা। ভক্তরাও শোকে বিহ্বল।প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে সিদ্ধার্থের ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমাকে খুব মিস করব, সিদ্ধার্থ; বড্ড তাড়াতাড়ি চলে গেলে। তোমার আত্মার সদগতি কামনা করি। অবাক লাগে, কেন ঈশ্বর ভালো মানুষকে দ্রুত কেড়ে নেন!’সুপারস্টার সালমান খান সঞ্চালিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৩ মৌসুমের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। হিন্দি টেলি ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ ছিলেন সিদ্ধার্থ। তাঁর এত দ্রুত চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। যেমনটা মেনে নিতে কষ্ট হয়েছে সুশান্তের মৃত্যু।২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয়জগতে অভিষেক করেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় তাঁর।

Share.