শুক্রবার, ডিসেম্বর ২৭

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে কয়েদির মৃত্যু

0

ঢাকা অফিস: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হলে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মোঃ ফজলুল করিম (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)সকালের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী নাজমুল জানান,সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,ফজলুল করিম কেন্দ্রীয় কারাগারে কয়েদি ছিলেন তার কয়েদি নম্বর ৯৯৩৬/এ বাবার নাম এ,ইউ,এম, ওয়াজী ওল্লাহ গ্রামের বাড়ি, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নওগাঁ এলাকায়। তবে তিনি কোন মামলার কয়েদি ছিলেন এ বিষয়ে আমরা কিছু জানতে পারিনি বলেও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share.