শুক্রবার, জানুয়ারী ২৪

কেরানীগঞ্জে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ

0

ঢাকা অফিস: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে হয়ে একই পরিবারের ছয়জন দগ্ধ। বিনা রানী চক্রবর্তী (৫৫),দেবা চক্রবর্তী(৩৫),পিনাক চক্রবর্তী (১৭),উমা চক্রবর্তী (৬০), সঞ্জয় চক্রবর্তী (৪২),তাপস চক্রবর্তী(৩৫)। সোমবার (১৮ ডিসেম্বর)সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের ছয়জনকে উদ্ধার করে বেলা এগারোটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদেরকে নিয়ে আসা আত্মীয় রিপন জানান দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকার একটি চারতলা বাসার নিচ তলায় রান্নাঘরে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়।পরে দগ্ধ অবস্থায় তাদের ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে জরুরি বিভাগে নিয়ে আসলে চারজনকে ভর্তি দেওয়া হয়েছে ও দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.মো তরিকুল ইসলাম জানান,কেরানীগঞ্জ থেকে একই পরিবারের ছয় জন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে চারজনকে ভর্তি দেওয়া হয়েছে তারা হলো উমা চক্রবর্তী তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে, বিনা রানী চক্রবর্তী তার শরীরে ৮৫ শতাংশ হয়েছে, দেবা চক্রবর্তী তার শরীরে ১৪ শতাংশ দগ্ধ হয়েছে ও পিনাক চক্রবর্তী তার শরীরে ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনকে ভর্তি দেওয়া হয়েছে সবার অবস্থায় অসংখ্যজনক ও বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Share.