বুধবার, জানুয়ারী ২২

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের সিনেমা

0

বিনোদন ডেস্ক: কেরালায় অনুষ্ঠেয় ২৪তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’- এ নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা বিনিসুতোয়। এ উংসব আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। কেরালার উৎসবে প্রতিবছর ‘ইন্ডিয়ান সিনেমা নাও বিভাগে বিভিন্ন ভাষার সেরা সাতটি ভারতীয় সিনেমা মনোনয়ন পায়। এবার বাংলা ভাষার সিনেমা বিনিসুতোয় নির্বাচিত হয়েছে। বিনিসুতোয় সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন চান্দ্রেয়ি ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় সহ অনেকে। পাশাপাশি আরও সুযোগ পেয়েছে, হেল্লারো (গুজরাটি), মাই ঘাট (মারাঠি), লেওদুহ (খাসি), দ্য ফিউনেরাল (হিন্দি), আনন্দি গোপাল (মারাঠি) ও অ্যাক্সোন (হিন্দি)।

Share.