বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

কোচ হতে চান ইনিয়েস্তা

0

স্পোর্টস ডেস্ক:  আন্দ্রেস ইনিয়েস্তা একজনই। ভবিষ্যতে আর কেউ ইনিয়েস্তা হবে না। মাদ্রিদভিত্তিক স্পেনের বিখ্যাত ক্রীড়া দৈনিক মার্কায় সাক্ষাৎকার দিতে গিয়ে এরকমই বলেছেন ইনিয়েস্তা। তবে সেটা অহঙ্কার করে নয় বরং তার কথার যুক্তি অন্য। তার কথায়, ‘ইনিয়েস্তার মতো কেউ হবে না। কারণ, অন্য কারও মতো কেউ হয় না। যেমন আমিও আমার আইডল গার্দিওলা বা লাউড্রপ হতে পারিনি। সঙ্গে তিনি আরও জুড়েছেন, আমি নিজেকে নিজের মতো করে গড়ে তুলেছিলাম। অন্য উঠতি খেলোয়াড়রাও সেভাবে নিজেকে গড়ে তুলবে। কোচ হতে চাইবেন? স্পেন ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার পরিষ্কার করে দিয়েছেন, তিনি অবশ্যই কোচ হতে চান। বলেছেন, এখনই কোচিং শুরু করব ভাবিনি। এখনো খেলব বলেই ঠিক আছে। তবে ভবিষ্যতে কোচ হতে চাই। কোচ হিসেবে কী লক্ষ্য হবে? ইনিয়েস্তার জবাব, আমার ক্যারিয়ারে কোচদের থেকে অনেককিছু শিখেছি। ফুটবল পাল্টে যায়। নিজেকে সেই অনুযায়ী বদলাতে হয়। তবে আমার সব কোচদের একই দৃষ্টিভঙ্গি ছিল- তারা ম্যাচে প্রভাব রেখে খেলতে চাইতেন, খেলোয়াড়দের মধ্যে লিঙ্ক রাখতেন, ব্যাকলাইন থেকে খেলা শুরু করতেন। আমিও এরকমই খেলাতে চাইব দলকে। মার্কার পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল, যদি ইনিয়েস্তার কাছে কোচ হিসেবে শুধু একজন খেলোয়াড়কেই সই করানোর সুযোগ থাকে, তাহলে কাকে চাইবেন? কোনো রকম সংশয় না রেখে ইনিয়েস্তার সাফ জবাব, আমি বলব লিওর (লিওনেল মেসি) কথা। তবে একটা দলে গোলকিপার, ডিফেন্ডারও লাগে। কিছুদিনের ব্যবধানে বার্সেলোনা ছেড়েছিলেন জাভি হার্নান্দেজ ও ইনিয়েস্তা। দুজনের উত্তরসূরি প্রসঙ্গে ইনিয়েস্তার মন্তব্য, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আর্থার মেলো- দুজনেই ব্যতিক্রমী ফুটবলার। দুজনেই মাঠে অনেক দায়িত্ব নিয়ে খেলে। খেলার গতি, বল এবং ম্যাচের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। একইসঙ্গে বিশ্বকাপ ও দুবারের ইউরোজয়ীর মত, ইভান রাকিটিচকে মৌসুম শেষে ছেড়ে দেয়া ঠিক হবে না। সে এখনো পর্যন্ত যা করেছে দুর্দান্ত। এ বছর ঠিক ছন্দে নেই মানে এই নয়, সে বড় খেলোয়াড় নয়। বার্সেলোনায় অনেক বড় তারকার সঙ্গে খেলতে হয়েছে। তার মধ্যে সেরা কে? ইনিয়েস্তার মুখে দুজনের নাম। বলেছেন, ম্যাচের থেকেও ট্রেনিংয়ে রোনালদিনহো এবং লিও মেসি অবিশ্বাস্য সব কাজকর্ম করত। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, ওই দুজনের সঙ্গে খেলতে পারার জন্য।

Share.