বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

কোটাবিরোধিতার নামে সরকারবিরোধী আন্দোলন চলছে: কাদের

0

ঢাকা অফিস: দেশব্যাপী চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের পেছনে ভিন্ন মতলব আছে। এই আন্দোলন মূলত কোটাবিরোধিতার আড়ালে সরকারবিরোধী আন্দোলন। মঙ্গলবার (১৬ জুলাই) আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে উপস্থিত হয়ে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, পূর্বেও বাংলাদেশে কিছু আন্দোলন হয়েছে সেগুলোর মতো এই কোটা আন্দোলনকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এ সময় তিনি বিএনপিকে দোষারোপ করে বলেন, এই আন্দোলনে তারা পরিস্থিতিকে উসকে দিচ্ছে। তিনি আরও বলেন, আন্দোলনকারীরা নিজেদের আন্দোলনকারী না ভেবে রাজাকার ভাবলো কেনো? তাদেরকে তো কেউ রাজাকার বলেনি। প্রধানমন্ত্রী তো কাউকে উদ্দেশ্য করে রাজাকার বলেনি। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারদের সমর্থন করছে এটা দিবালোকের মতো পরিষ্কার। এই আন্দোলন হচ্ছে কোটাবিরোধিতার নামে সরকারবিরোধী আন্দোলন। এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গিয়ে আন্দোলনের নামে ভয়ভীতি দেখানো হচ্ছে। ছাত্রীদের ওপরও আক্রমণ করা হচ্ছে।

Share.