বাংলাদেশ থেকে গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাশী গ্রাম থেকে ২ জন নারী ও ১ জন পুরুষসহ তাকে আটক করা। জানাগেছে, লক্ষ্মী রানী সরকার তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় গত দেড় মাস ধরে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় এলাকাবাসী মৌখিক ভাবে কোটালীপাড়া থানা পুলিশকে অভিযোগ দিলে লক্ষ্মী সরকারকে তৃস্না মোল্লা (২৫), সুমি বেগম (২৮) ও মহসিন উদ্দিন খান (২০)সহ আটক করে। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী রানী সরকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে অনৈতিক কর্মকান্ডের প্রমান পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আটক
0
Share.