ঢাকা অফিস: কোটা সংস্কার অন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় চলে ব্যাপক ভাঙচুর। বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের সংঘর্ষ। এসময় পুলিশ লাঠিচার্জ করলে ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায় আন্দোলনকারীদের।
কোটা অন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট
0
Share.