সোমবার, ডিসেম্বর ২৩

কোপা আমেরিকার গ্রুপ ঘোষণা, যাদের সাথে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল

0

স্পোর্টস রিপোর্ট: আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে কোপা আমেরিকা-২০২৪ আসর। যদিও আসর শুরুর ছয় মাস আগে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়। অবশেষে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে দুই গ্রুপে রেখে গ্রুপ ঘোষণা করেছে আয়োজক কনমেবল। আগামী ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকার আসর। চার দলে ভাগ হয়ে এই টুর্নামেন্টে লড়বে দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ‘এ’-তে। আরেক পরাশক্তি ব্রাজিল লড়বে গ্রুপ ‘ডি’-তে। আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে গ্রুপে একটি করে দলের জায়গা ফাঁকা ছিল। অবশেষে টুর্নামেন্ট শুরুর প্রায় তিন মাস আগে দুটি দল কোপা আমেরিকায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পেরেছে। টুর্নামেন্টের শেষ দুই দল হিসেবে কোস্টারিকা এবং কানাডা নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। আর্জেন্টিনার ‘এ’ গ্রুপে শেষ দল হিসেবে কানাডা, অন্যদিকে গ্রুপ ‘ডি’ তে ব্রাজিলের প্রতিপক্ষ থাকছে কোস্টারিকা। গ্রুপ ‘এ’ তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে পেরু, চিলি, কানাডা। এই গ্রুপকেই ‘গ্রুপ অব ডেথ’ হিসেবেই ধরা হচ্ছে। অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে গ্রুপ ‘ডি’ তে আছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

Share.