ডেস্ক রিপোর্ট: অবশেষে মত পাল্টালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেল করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে আলোচিত প্রণোদনা বিলে স্বাক্ষর করেছেন। বিলটি এখন আইনে পরিণত হবে। কয়েক মাসের দীর্ঘ আলোচনার পর গত সোমবার মার্কিন কংগ্রেস বিলটি (২১ ডিসেম্বর) পাস করে। করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে প্রায় ৯০০ বিলিয়ন মার্কিন ডলার ত্রাণ প্যাকেজের বিল অনুমোদন করে কংগ্রেস। এই বিলটি মোট ২ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় প্যাকেজের অংশ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সাধারণ ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। কংগ্রেস বিলটি পাস করার পর এতে সই করতে গড়িমসি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বিলটির সংশোধন চান বলে জানান। এমনকি প্যাকেজ থেকে ‘অপ্রয়োজনীয় ও অপব্যয়ের খাত’ বাদ না দিলে তাতে স্বাক্ষর না করার হুমকিও দেন তিনি।
কোভিড-১৯ প্রণোদনা বিলে সই করলেন ট্রাম্প
0
Share.