কোভিড-১৯ মহামারি শেষ, ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন

0

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী হলেও করোনা মহামারি শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিট’ অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন বাইডেন। সেখানেই বাইডেন করোনা মহামারি শেষ হওয়ার ঘোষণা দেন। সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘‘আপনি যদি খেয়াল করল দেখবেন কেউ মাস্ক পরেনি। সবাই বেশ ভালো আছে বলে মনে হচ্ছে। আমার মনে হয়, এটি পরিবর্তিত হচ্ছে।’’ করোনা মার্কিন নাগরিকদের উপর একটি ‘গভীর’ প্রভাব রেখে গেছে। তিনি বলেছেন, ‘‘এটি সবকিছু পরিবর্তন করে দিয়েছে। নিজেদের, পরিবারের, জাতির অবস্থা সম্পর্কে, সমাজের অবস্থা সম্পর্কে মানুষের মনোভাব পাল্টে দিয়েছে।’’ ‘‘এটি খুব কঠিন সময় ছিল। খুব কঠিন।’’ তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মহামারির শেষ ঘোষণা করলেও প্রতিদিন গড়ে চার শরও বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হচ্ছে। প্রেসিডেন্টের এ ঘোষণার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এক টুইট বার্তায় তিনি লিখেন, তার কোভিড টিকার নির্দেশনার মাধ্যমে লাখো স্বাস্থ্যবান সেনাকে সামরিক বাহিনী থেকে বের করে দেওয়ার পর এখন বাইডেন বলেছেন ‘মহামারি শেষ হয়েছে’। বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৬৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, তারপর ভারত ও ব্রাজিলে।

Share.