কোমায় চলে গেছে আল-আকসায় আহত এক ফিলিস্তিনি যুবক

0

ডেস্ক রিপোর্ট: অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সঙ্গে শুক্রবারের সংঘাতে মাথায় গুরুতর আঘাত পায় ওয়ালিদ আল-শরিফ নামে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক। সম্প্রতি সে কোমায় চলে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা। তার পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানায়, শুক্রবার ভোররাতে ইসরায়েলি পুলিশের ছোঁড়া একটি স্পঞ্জ-টিপড বুলেট শরিফের ঘাড়ে দিকে মাথায় আঘাত করেছিল। তবে ইসরায়েলি পুলিশ দাবি করেছে জেরুজালেমের ওল্ড সিটির বাসিন্দা আল-শরিফ তাদের দিকে পাথর ছুঁড়তে গিয়ে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। শুক্রবার ফজরের নামাজের পর ইসরায়েলি পুলিশ ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের মতে, পুলিশ অ্যাকশনে আহত ৫৭ ফিলিস্তিনিদের মধ্যে আল-শরিফ ছিলেন একজন। আহত হওয়ার পর তাকে জেরুজালেমের হাদাসাহ এইন কেরেম মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছিল। তবে রেডক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়, গোলাবারুদ থেকে আঘাতের কোন প্রমাণ পাওয়া যায়নি।

Share.