সোমবার, জানুয়ারী ২৭

কোম্পানীগঞ্জে সড়কে প্রাণ গেল মা-ছেলের

0

বাংলাদেশ থেকে সিলেট প্রতিনিধি:  সিলেটের কোম্পানীগঞ্জের তেলিখালে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- এমরাজ মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৫)। আহতরা হলেন- সালমান (৯), সাবিয়া (৮), বীর মুক্তিযোদ্ধা কান্দর আলী (৮১) ও চালক নজরুল ইসলাম। কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা ও তার পাঁচ বছরের ছেলে নিহত হন। এ সময় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

 

Share.