কোরআনের হাফেজ হলো নাতি, সম্মান জানালেন এরদোগান

0

ডেস্ক রিপোর্ট:  হাজারো ইসলামি ঐতিহ্যের দেশ তুরস্কে শুক্রবার দেশটিতে একই সাথে ১৩৬ জন কোমলমতি কুরআনের হাফেজকে সম্মাননা দেয়া হয়েছে।শুক্রবার জুমার নামাজের পরে ঐতিহ্যবাহী নগরী ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানে সদ্য হিফজ সম্পন্ন করা হাফেজদের এ সম্মাননা দেয়া হয়।সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। তার সাথে দেশের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, সম্মাননাপ্রাপ্ত ১৩৬ জন হাফেজের মধ্যে ছিলে রিসেপ তাইয়েব এরদোগানের নাতি অর্থাৎ নাজমুদ্দিন বেলালের ছেলে ওমর তাইয়েব এবং তুর্কি স্পিকারের ছেলে ওমর আসেম শানতুবও।এর আগে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং প্রেসিডেন্ট এরদোগানও অনুষ্ঠান চলাকালে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে তিনি উপস্থিত অতিথি ও সম্মাননাপ্রাপ্ত খুদে হাফেজদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন।

Share.