রবিবার, নভেম্বর ২৪

কোহলিদের লজ্জার ম্যাচে যত রেকর্ড

0

স্পোর্টস ডেস্ক: অ্যাডিলেট টেস্টে লজ্জায় ডুবেছে ভারত। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোর গড়ে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আট উইকেটে। দীর্ঘ ৪৬ বছর পর এমন ঘটনার সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট দল। এমন ম্যাচে আরো কিছু বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছে ভারত। একইসঙ্গে দারুণ পারফরম্যান্সে কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন স্বাগতিকেরাও।

৩৬: নিজেদের টেস্ট ইতিহাসে এটাই ভারতীয়দের সর্বনিম্ন স্কোর। এর আগে টেস্টে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২ রান। সেটা ছিল ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৪৬ বছর পর এবার নতুন লজ্জায় ডুবল ভারত।

১: টেস্ট ক্রিকেটে প্রথমবার ১১ ব্যাটসম্যান এবং অতিরিক্ত থেকে আসা রান দুই অঙ্ক স্পর্শ করেনি। সর্বাধিক ৯ রান করেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

১৯: ষষ্ঠ উইকেট পতনের সময় টেস্টে ভারতের সর্বনিম্ন রান ছিল ১৯। আগের সর্বনিম্ন ছিল ২৫। সব দল মিলে টেস্টে ছয় উইকেট হারিয়ে এর চেয়ে কম রান আছে মাত্র সাতটি।

২৫: ৫ উইকেট নিতে হ্যাজেলউডের লেগেছে মাত্র ২৫ বল। বোলিং স্পেলের শুরু থেকে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার আর্নি টোশ্যাকের। ১৯৪৭-৪৮ মৌসুমে ব্রিসবেনেভারতের বিপক্ষে ১৯ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ২০১৫ সালে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্টুয়ার্ট ব্রডও ১৯ বলে ৫ উইকেট নিয়েছেন।

২০০: হনুমা বিহারিকে আউট করে ক্যারিয়ারে ২০০ উইকেট তুলে নিয়েছেন জশ হ্যাজলউড।

৮২: অ্যাডিলেডের এর আগে এক ইনিংসের সর্বনিম্ন স্কোর ছিল ৮২। ১৯৫১-৫২ মৌসুমে সেটা হয়েছিল। এবার সেই রেকর্ডও নাম লেখাল ভারত।

৭: আন্তর্জাতিক ক্রিকেটে এটা সপ্তম দলীয় সর্বনিম্ন স্কোর। এই তালিকায় সবার ওপরে আছে নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে ২৬ রানে অলআউট হয়েছিল কিউইরা।

Share.