ডেস্ক রিপোর্ট: আগামী ৯ এপ্রিলের পর বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকরা সেদেশে যেতে হলে অগ্রিম পৌনে দুই লাখ টাকা দিয়ে ১০ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এতে আটকেপড়া প্রবাসীরা বিপাকে পড়েছেন। বিমানের বিশেষ ফ্লাইটে ৯ এপ্রিলের মধ্যে যুক্তরাজ্যে যাতে পৌঁছাতে পারে এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে যুক্তরাজ্য যে কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই দেশ থেকে কোনো বাংলাদেশি যারা ব্রিটিশ নাগরিক নয় তারা আর যুক্তরাজ্যে যেতে পারবেন না। গতকাল শনিবার যুক্তরাজ্যে জারি করা এক বিধিনিষেধে বলা হয়েছে সেই দেশের নাগরিক যারা বাংলাদেশে আটকে আছেন তারা ৯ এপ্রিল ভোর ৪টার মধ্যে সে দেশে প্রবেশ করতে হবে। ওই সময়ের পর কেউ যুক্তরাজ্যে যেতে চাইলে অগ্রিম এক হাজার ৭২৫ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় পৌনে ২ লাখ টাকা দিয়ে ১০ দিনের হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার সিপার আহমদ বলেন, বিমানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন একটা আলাদা ফ্লাইট দেওয়া যায় কিনা। হয়তো একটা প্রস্তুতি আছে তাদের ৮ এপ্রিলে দেয়ার। এমন পরিস্থিতিতে কয়েক হাজার প্রবাসী ৯ তারিখের মধ্যে যুক্তরাজ্যে ফিরে যেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।এক প্রবাসী জানান, এটার আসলে ব্যাখ্যা করা যাচ্ছে না, আমরা আসলে কত বিপদে আছি। যদি সরকার এ ব্যবস্থা করে তাহলে খুবই ভালো, সরকারে কাছে এটাই আমাদের প্রত্যাশা। করোনার প্রকোপ কিছুটা কমায় প্রায় তিন মাসে ধরে লন্ডন প্রবাসীরা দেশে এসে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে বাড়িতে ফিরেন। এ কয়েক মাসে অনন্ত তিন হাজার লন্ডনপ্রবাসী দেশে এসেছেন।
কোয়ারেন্টিনে দিতে হবে পৌনে দুই লাখ টাকা, বিপাকে লন্ডন প্রবাসীরা
0
Share.