সোমবার, ডিসেম্বর ২৩

ক্যান্সার আক্রান্ত এরিকসন একদিনের কোচ হতে পারেন লিভারপুলের

0

স্পোর্টস ডেস্ক: লিভারপুলের ফ্যান ক্যান্সার আক্রান্ত সাবেক ইংল্যান্ড ম্যানেজার গোরান এরিকসনকে একদিনের জন্য লিভারপুলে আসার আমন্ত্রণ জানিয়েছেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। গোরান এরিকসন যে শুধু ইংল্যান্ডের কোচ ছিলেন তা নয়। তিনি স্বনামধন্য ক্লাব বেনফিকা, রোমা, লাতসিও ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। নিজের কোচিং ক্যারিয়ারের বয়স ৩০ বছর পার করেছেন। কিংবদন্তি ফুটবলার ল্যাম্পার্ড, জেরার্ড, বেকহ্যাম, রুনিদের মতো ফুটবল তারকারা যার অধীনে খেলেছেন তিনি এই এরিকসন। কিন্তু আক্রান্ত হয়েছেন মরণঘাতী রোগ ক্যান্সারে। জীবন সায়াহ্নে এসে এরিকসন জানান, আমি লিভারপুল ফ্যান ছিলাম এবং থাকব। আমার বাবাও লিভারপুল ফ্যান। আমি সবসময় লিভারপুলের ম্যানেজার হতে চেয়েছি যা কখনও সম্ভব না। হয়ত এরিকসনের শেষ ইচ্ছা পূরণ করতেই লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, তাকে লিভারপুলে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সে যদি চায় তাহলে একদিনের জন্য আমার অফিসে, আমার চেয়ারে বসে লিভারপুলের ম্যানেজার হতে পারবে।

Share.