রবিবার, নভেম্বর ২৪

ক্যারিয়ারের শেষটা ভালো হলো না অলরাউন্ডার বেন স্টোকসের

0

স্পোর্টস রিপোর্ট: একদিনের আন্তর্জাতিক ওয়ানডেতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা সুখকর হলো না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬১ রানের বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে র্নিধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান তুলে প্রোটিয়ারা। জবাবে খেলতে নেমে ২৭১ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। এদিন ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন বেন স্টোকস। তাকে দিয়ে পাঁচ ওভার বল করিয়েছে দলনেতা জস বাটলার। কিন্তু একটি উইকেটেরও দেখা পাননি স্টোকস। উল্টো ৮.৮০ ইকোনোমিতে রান দিয়েছেন ৪৪। অন্যদিকে বড় রান তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেট পতনের পর ইংলিশ এই অলরাউন্ডারকে ব্যাটিংয়ে নামানো হয়। সেখানেও ব্যর্থ তিনি। ১১ বলে এইডেন মারক্রামের বলে এলবিডব্লিউর ফাঁদে পরার আগে করেন মাত্র ৫ রান। এর আগে ম্যাচরে শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলতে থাকে সফররত দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি কক ১৯ রানে আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে জানেমান মালান ও রশি ভ্যান ডার ডুসেন মিলে তুলেন ১০৯ রানে। ৭৭ বলে ৫৭ রানে আউট হন মালান। পরের উইকেট জুটিতে ডুসেন-মারক্রামের ব্যাট থেকে এসেছে ১৫১ রান। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬১ বলে ৭৭ রানে ফেরেন মারক্রাম। আর অর্ধশতককে শতকে পূর্ণ করা ভ্যান ডার ডুসেনের ব্যাট থেকে এসেছে ১৩৪ রান। মাত্র ১১৭ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চারে সাজানো। এছাড়া ১২ রান করেন হেনরিখ ক্লাসেন। ২৪ রানে ডেভিড মিলার ও শূন্যরানে আন্দেলো পেহলুকায়ো অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ধীর গতির হলেও শুরুটা ভালোই ছিল ইংল্যান্ড। ওপেনিং জুটিতে জেসন রয় ও জনি বেয়ারস্টোর মিলে করেন ১০৯ রান। ৪৩ রানে আউট হন জেসন রয়। আর ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৩ রানে সাজঘরের পথ ধরেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় উইকেটে খেলতে নামা বেন স্টোকস ফেরেন ৫ রানে। এরপর জো রুট ছাড়া সুবিধা করতে পারেননি কোনো ইংলিশ ব্যাটার। ১২ রানে জস বাটলার, ১০ রানে লিয়াম লিভিংস্টোন, ৩ রানে মঈন আলি, ১৮ রানে স্যাম কারেন, ১৮ রানে ব্রিডন কার্স ও শূন্যরানে আউট হন আদিল রশিদ। এদিকে ফিফটি পূরণের পর ৮৬ রানে আউট হন জো রুট। আর ৩ রানে অপরাজিত থাকেন ম্যাথু পোট।

Share.