ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ৬, হুমকির মুখে বিশ্ববিদ্যালয়

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৬ জন নিহত এবং ৪৩ জন দমকল কর্মী আহত হয়েছেন। কোথাও কোথাও দাবানল দ্বিগুণ হচ্ছে। এটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ দাবানল বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের চেয়েও বেশি এলাকা জুড়ে বিস্তার লাভ করেছে এ দাবানল। এখন পর্যন্ত পাঁচ শতাধিক ঘর বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ বিশ্ববিদ্যালয়ের এক মাইলের মধ্যে চলে এসেছে দাবানল। এতে বিশ্ববিদ্যালয়টি মারাত্মক হুমকির মুখে পড়েছে।ক্যালিফোর্নিয়া রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, ৫৬০টি জায়গায় তারা আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকার কারণে নতুন করে আর কোথাও ইউনিট পাঠানো সম্ভব হচ্ছে না। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাইরে থেকে মাত্র ৪৫টি ফায়ার সার্ভিসের ইউনিট সাড়া দিয়েছে অথচ ৩৭৫টি ইউনিট সাড়া দেয়ার মতো অবস্থায় ছিল।গত দুই দশকের মধ্যে ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে ভয়াবহ দাবদাহ চলছে এবং গ্রীষ্মকালীন বজ্রপাত থেকে এসব অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। দাবানলের কারণে অন্তত এক লাখ ৭৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

Share.