বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ক্যালিফোর্নিয়ায় স্কুলে গোলাগুলিতে ২ শিশু নিহত

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর একটি স্কুলে গোলাগুলির ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার স্কুলের পার্কিয়ে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা খুবই বিরল। শনিবার বেশ কয়েকজন বাসিন্দা ৯১১-য়ে ফোন দিয়ে সাহায্য চাইলে এই ঘটনা সামনে আসে। একটি স্কুলের কাছ থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ ও ১৪ বছর বয়সী দুই শিশুকে একটি ভ্যানের মধ্যে পেয়েছে। তারা দু’জনেই গুলিবিদ্ধ ছিল। ঘটনাস্থলেই ১৪ বছর বয়সী শিশুটির মৃত্যু হয়। অপর শিশুটিকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। শনিবার মধ্যরাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এত রাতে পার্কিয়ে ওই দুই শিশু কেন ছিল বা তাদের সঙ্গে অন্য কেউ ছিল কি-না তা এখনও পরিষ্কার নয়। পুলিশ নিহতদের নাম প্রকাশ করেনি। এই ঘটনার তদন্ত চলছে। প্রতিবেশীরা ১৫ থেকে ২০ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে।

Share.