শুক্রবার, ডিসেম্বর ২৭

‘ক্রাইম সিন’ ঘোষণার দ্বিতীয় দিনেও অবরুদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

0

ঢাকা অফিস: ‘ক্রাইম সিন’ ঘোষণার দ্বিতীয় দিনেও অবরুদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ। কার্যালয়ের গেটে ঝুলছে তালা। আজ সোমবার সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। কার্যালয়ের সামনের সড়কে সিসিক্যামেরা বসানো হচ্ছে। সতর্ক পাহারায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নাইটিংগেল মোড় ও ফকিরাপুল মোড়ে রাখা আছে জলকামান, রায়ট কার, প্রিজনভ্যান। সকাল থেকে নেই নেতাকর্মীদের আনাগোনা। বিএনপি নেতারা জানিয়েছেন, তিন দিনের অবরোধ সফল করতে ঘরোয়াভাবে তারা নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও দিক-নির্দেশনা দিচ্ছেন। তবে এ বিষয়ে গণমাধ্যমে কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। গতকাল হরতাল পালনের পর ৩১শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

Share.