ক্রিমিয়ায় হামলাচেষ্টা, ৮ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

0

ডেস্ক রিপোর্টরাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং রণতরী ক্রিমিয়ান বন্দর সেভাস্তোপল থেকে আটটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মস্কো নিযুক্ত এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। সেভাস্তোপলে রুশ নিযুক্ত কর্মকর্তা মিখাইল রাজভোজায়েভ বলেন, রোববার ভোর নাগাদ সেভাস্তোপল বন্দর এবং বালাকলাভা এবং খেরসন জেলায় এসব ড্রোন দিয়ে হামলাচেষ্টা চালানো হয়েছে। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এ কর্মকর্তা দাবি করেছে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, সাগরের ওপরে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, পাঁচটি রাশিয়ার ইলেকট্রনিক যুদ্ধবাহিনী প্রতিহত করেছে এবং দুইটি ড্রোন বাইরের তীরে ধ্বংস করা হয়। তবে এ হামলা ইউক্রেন চালিয়েছে কি না- তা নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দ্বীপ দখল করে নেয় রাশিয়া। আরও পড়ুন: ওয়াগনার প্রধানকে বিষ প্রয়োগের শঙ্কা গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশিদিন ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

Share.