ডেস্ক রিপোর্ট: শনিবার ভোরে ক্রিমিয়ার কের্চ ব্রিজে একটি জ্বালানী ট্যাঙ্কে আগুন লেগে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ শনিবার তথ্যটি জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের মিডিয়া বিস্ফোরণের খবর দিয়েছে। ২০১৮ সালে খোলা রাস্তা ও রেল সেতুতে যান চলাচল স্থগিত করা হয়েছিল এবং ক্রিমিয়াকে রাশিয়ার পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছিল। আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, ক্রিমিয়ান সেতুর একটি অংশে জ্বালানী ট্যাঙ্কে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে আরআইএ বিস্তারিত কিছু জানায়নি। ইউক্রেনীয় মিডিয়া জানিয়েছে, ব্রিজে বিস্ফোরণটি ঘটেছে স্থানীয় সময় সকাল ৬টায়। ২০১৪ সালে ইউক্রেন থেকে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া যুক্ত হওয়ার পরে নিষেধাজ্ঞা এবং পশ্চিমের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় ২০১৮ সালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সেতুটি উন্মোচন করেছিলেন। সেপ্টেম্বরে, গণভোটের পর দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া প্রদেশগুলিকে সংযুক্ত করার ঘোষণা দেয় রাশিয়া। রাশিয়ার এমন কর্মকাণ্ডকে কিয়েভ এবং পশ্চিমারা ‘বন্দুকের মুখে ভোট গ্রহণ’ বলে আখ্যা দিয়েছে।
ক্রিমিয়ার কের্চ ব্রিজে জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যান চলাচল বন্ধ
0
Share.