ক্ষমা চাইলেন প্রসেনজিৎ

0

বিনোদন ডেস্ক:  টালিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক ভয়ংকর ভুল করে বসলেন। সোমবার  মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে তার বদলে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছবি আপলোড করেন তিনি।দ্রুত সেই পোস্ট সরিয়েও ফেলা হয়। কিন্তু ততক্ষণে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট।প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। সেটি টালিউডের তারকা হোক কিংবা বিশিষ্ট কোনও ব্যক্তিত্বের জন্মদিন- সবসময় সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। টালিপাড়ার কোনও সিনেমা কিংবা সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসলে তার প্রশংসাও করেন।সোমবারও মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে লিখেছিলেন, “বাংলা সাহিত্যের, বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যার শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ – সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।”কিন্তু যে ছবি পোস্ট করা হয়েছিল সেটি ছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। ভুল বুঝে পোস্টটি সরিয়ে ফেলে নতুন যে পোস্টটি করা হয়, তার ক্যাপশনেও একই বার্তা ব্যবহার করা হয়। তারপরই লেখা হয়, “আগের পোস্টের ভুলের জন্য ডিজিটাল টিম অত্যন্ত ক্ষমাপ্রার্থী।”

Share.