বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ক্ষুদে ‘বরিস জনসনে’ অবাক নেটদুনিয়া

0

ডেস্ক রিপোর্ট:  বয়স খুবই কম। তারপরও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তার তুলনা শুরু হয়ে গেছে। কি এমন কীর্তি করলেন যে, সবাই তাকে বরিসের সঙ্গে তুলনা করছে? খবর টাইমস নাউ নিউজের।আসলে বয়স মাত্র তিন মাস হলেও ডেভিডের ইতোমধ্যেই বাদামি রঙের বড় চুল হয়েছে। তাই তাকে দেখতে অনেক বরিস জনসনের মতো লাগছে। এজন্যই সবাই তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করছে।তাতিয়ানা দোরোনিয়ানা এবং তার স্বামী রুসলান ভেবেছিলেন তাদের ছেলেও তাদের মতোই কালো চুল হবে। কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে সম্পূর্ণ বাদামি চুল নিয়ে গত ১ মার্চ জন্ম নেয় তাদের ছেলে।স্বাভাবিকভাবেই তার এই চুল আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। হাসপাতালের ডাক্তার ও নার্সরাও ডেভিডকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করতে থাকেন।ডেভিডের বাবা-মা বলছেন, তারা যখন রাস্তায় বের হন বা কোনও পাবলিক প্লেসে থাকে তখন মানুষজন তাদের থামায়। তাদের সন্তানকে বরিস জনসনের সঙ্গে তুলনা করে তারা।তাতিয়ানা বলেন, ডেভিড এখন সেলিব্রেটি হয়ে গেছে। সবাই তার এই মিল থেকে অবাক হয়ে গেছে। যখনই তারা তাকে দেখে তখনই বরিসের সঙ্গে ডেভিডের তুলনা করে মানুষজন।

Share.