বুধবার, জানুয়ারী ২২

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

0

বাংলাদেশ থেকে পাইকগাছা উপজেলা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দকৃত অর্থ হতে
এলাকার ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, মোঃ আব্দুল আজিজ ও পৌর সচিব লিয়াকত আলী। অনুষ্ঠানে নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০টি বাইসাইকেল ও
কলেজ, মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের ৫৫ শিক্ষার্থীকে নগদ ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Share.