বুধবার, জানুয়ারী ২২

কয়েদি ও কারারক্ষীদের মধ্যে রংপুর কারাগারে সংঘর্ষ-গুলি

0

বাংলাদেশ থেকে রংপুর প্রতিনিধি: রংপুর কেন্দ্রীয় কারাগারে বাহারাম নামে এক কয়েদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েদি ও কারারক্ষীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, শুক্রবার সকাল ৮টার দিকে আমরা পাড়াকে কেন্দ্র করে রফিকুল ও বাহারাম নামে দুই কয়েদীর মধ্যে মারামারির ঘটনায় বাহারামের মৃত্যু হয়। পরে বেলা ১১ টার পর হত্যার বিচার দাবিতে কয়েদীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কারারক্ষীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ ও পুলিশ সদস্যরা কারাগারের ভেতরে আসেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা কারাগারে ভেতরে ও বাহিরে সতর্ক অবস্থানে রয়েছেন। নিহত বাহারাম রংপুরের পীরগঞ্জের বাহাদুর মিয়ার ছেলে। এ ঘটনায় মোতালেব ও শাহজাহান নামে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Share.