স্পোর্টস রিপোর্ট: পোর্ট এলিজাবেথ টেস্ট হারের মাধ্যমে মাত্রই শেষ হয়েছে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর। আর এর মধ্যেই দুঃসংবাদ পেলেন টাইগার পেসার খালেদ আহমেদ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম ভঙ্গের কারণে খালেদের ম্যাচ ফ্রির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ২.৯ লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো তৃতীয় ব্যক্তির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে মারলে দোষী বলে গণ্য হবে। জরিমানার পাশাপাশি পেসারের একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। সেঞ্চুয়িন টেস্ট হারার পর পোর্ট দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চেয়েছিল মুমিনুল হকরা। কিন্তু পোর্ট এলিজাবেথে ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়তে থাকে দক্ষিণ আফ্রিকা। এক সময় মাঠে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার কাইল ভেরিয়েন্নে। প্রথম ইনিংসের ৯৫তম ওভারে স্বাগতিক দলের উইকেটরক্ষক-ব্যাটার কাইল ভেরেইনেকে বল ছুড়ে মারেন খালেদ। এই অপরাধে ম্যাচ ফি জরিমানা দেওয়ার পাশাপাশি ডিসিপ্লিন রেকর্ডে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। বল ছোড়ার পরপরই ভেরেইনের কাছে ক্ষমা চান খালেদ। তবে এমন আগ্রাসী আচরণের জন্য তাকে মাঠে সতর্ক করতেও দেখা গেছে। ওই ঘটনার পর অন-ফিল্ড আম্পায়ার টাইাগারদের অধিনায়ককে ঢেকে সতর্ক করেন।