খালেদা জিয়ার নাইকো মামলার শুনানি আগামী ১২ এপ্রিল

0

ঢাকা অফিস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো মামলার শুনানি আবারও পিছিয়ে ১২ এপ্রিল দিন থার্য্য করেছেন আদালত। এ নিয়ে ৪১ বার পেছাল নাইকো দুর্নীতি মামলার শুনানির তারিখ। আজ মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি মুলতবি চেয়ে আবেদন করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার অনুপস্থিতিতেই আগামী তারিখে এই মামলার শুনানি হবে।২০০৭ সালে রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। মামলার আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এ কে এম মোশাররফ হোসেন ২০২০ সালের ১৭ অক্টোবর ও ব্যারিস্টার মওদুদ আহমদ গত বছরের ১৬ মার্চ মারা গেছেন। আসামিদের মধ্যে আলোচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকিদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এদিন শুনানির সময় গিয়াসউদ্দিন আল মামুন ও অন্য দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

Share.