বুধবার, জানুয়ারী ২২

খালেদা জিয়াকে এই প্রথম হাসতে দেখেছি: মির্জা ফখরুল

0

ঢাকা অফিস: অসুস্থ হওয়ার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসতে দেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অসুস্থ হওয়ার পর এই প্রথম নেত্রীকে হাসতে দেখেছি।যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল।১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।  এরপর দুটি পরীক্ষায়ও তিনি করোনা পজিটিভ হন।  চতুর্থ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।  প্রায় একমাস ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দিতে সরকারের কাছে আবেদন করেছিল পরিবার।  সরকার সেই আবেদনে সাড়া দেয়নি।  বিএনপি চেয়ারপারসন কোভিড পরবর্তী নানা জটিলতায় ভুগছেন বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।

Share.