শনিবার, নভেম্বর ২৩

খালেদা জিয়ার মুক্তির জন্য কী করবেন, এখনই সিদ্ধান্ত নিতে হবে: মান্না

0

ঢাকা অফিস: নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য কী করবেন, সেটা এখনই ঠিক করতে হবে। আজ বাংলাদেশ সময় সকালে ঐক্যফ্রন্ট সমাবেশ করেছে। বিকেলে বিএনপি সমাবেশ করবে। আমি আহ্বান করব, আজ হোক কাল হোক খালেদা জিয়ার মুক্তির জন্য কী করবেন, এখনই সিদ্ধান্ত নিতে হবে।’ আজ শনিবার বাংলাদেশ সময় দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। রাজনৈতিক এবং ষড়যন্ত্রমূলক মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই বছর কারাবাসের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সভাটির আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। তিনি বলেন, ‘আমরা আমাদের ক্ষোভের কথা জানাতে এসেছি। বলতেছি, দেশটা রসাতলে গেছে। এখন এগুলো বলার দরকার নেই। দেশের জনগণ এগুলো ভালো করে জানেন।’ মান্না বলেন, ‘ফুতুফুতু করে লাভ নেই, এ সরকারকে চাই না। সারা দেশের মানুষ বলছে, এ সরকার চাই না। এবার নির্বাচনেও মানুষ ভোট দিতে যায়নি। ওরা মেয়র নন, ডাকাতি করে ক্ষমতায় এসেছে।’ ড. কামাল হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মিন্টু সঞ্চালনায় উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

Share.