ঢাকা অফিস: কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ বলে দাবি করেছেন তার মেজো বোন সেলিনা ইসলাম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ যে রিপোর্ট আদালতে দাখিল করেছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। তিনি খেতে পারছেন না, বসতে পারছেন না।’ সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টা থেকে সোয়া ১ ঘণ্টা বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অনেকটা কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিনা ইসলাম। তিনি ছাড়াও এদিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সেলিনার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং ছেলে অভিক এস্কান্দার। তারা হাসপাতালে যাওয়ার সময় বড় দুটি ব্যাগে করে খালেদা জিয়ার জন্য রান্না করা খাবারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষের মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, খালেদা জিয়ার ডায়াবেটিস, ব্লাড সুগার নিয়ন্ত্রণে ও স্থিতিশীল। এ প্রসঙ্গে সেলিনা ইসলাম বলেন, ‘আজকেও তিনি ১২-১৪ ঘণ্টা না খেয়ে ছিলেন। এরপর যখন ডায়াবেটিস মাপা হলো তখন তা ১৪ থেকে ১৫ ছিল। মেডিক্যাল রিপোর্টের সঙ্গে তার স্বাস্থ্যের বাস্তাবতার কোনও মিল নেই।’ এই হাসপাতালে খালেদা জিয়ার কোনও চিকিৎসা হচ্ছে না বলে দাবি করেন তিনি। নিজের জামিন না হওয়াকে নজিরবিহীন বলেছেন খালেদা জিয়া, এমনটা জানিয়ে সেলিনা ইসলাম বলেন, তিনি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। খালেদা জিয়া নিজে কিছুই করতে পারছেন না বলে মন্তব্য করে সেলিনা ইসলাম বলেন, ‘তার পেটে ব্যথা হচ্ছে। ডাক্তার ওষুধ দিচ্ছেন না, ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। এখানে তিনি কীভাবে বাঁচবেন?’ তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) উন্নত চিকিৎসা দরকার। এত অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে। তিনি হাঁটা-চলা করতে পারছেন না। খেতেও পারছেন না, বসতেও পারছেন না। সরকারতো জামিন তাকে দিলো না। এখন আমরা কী করবো?’ খালেদা জিয়ার সুগার নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি করে সেলিনা রহমান বলেন, ‘১২-এর নিচে কোনোদিনও ফাস্ট-ইন সুগার আসেনি। আজ তার সুগার ১৪ থেকে ১৫।’ খালেদা জিয়ার জামিন যেহেতু হচ্ছে না, প্যারোলে মুক্তির বিষয়ে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে সেলিনা ইসলাম বলেন, ‘না, এরকম কোনও কথা হয়নি।’ খালেদা জিয়ার বয়স ও অসুস্থতা বিবেচনায় জামিন হওয়া উচিত ছিল বলে মনে করেন বোন সেলিনা ইসলাম। তিনি বলেন, ‘জামিন মানে তো ছেড়ে দেওয়া বা মুক্তি না। তিনি জামিনে থাকবেন।’ খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে হাসপাতালে ভেতরে যাওয়ার পর বাইরে অপেক্ষমান ছিলেন তার মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ বিএনপির বেশকিছু নেতাকর্মী।
খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্টের সঙ্গে বাস্তবতার মিল নেই: সেলিনা
0
Share.