ডেস্ক রিপোর্ট:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল হয়েছে। গতকাল বুধবার (১৯ মার্চ) রাজধানী কুয়ালালামপুর ব্রিকফিল্ড শাখা বিএনপির আয়োজনে এই মাহফিল হয়।ইফতারের আগে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস,এম,রহমান (তনু), সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, বিএনপির সিনিয়র নেতা আ. রহিম ভূঁইয়া।ইফতার পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- মালয়েশিয়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ. আজিজ মোল্লা এবং সভা পরিচালনা করেন বাবু সরকার। আলোচনা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন- মালয়েশিয়া বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ হোসেন, সহ-অর্থ সম্পাদক এম,এ,কালাম, বিলাল হোসেন, সাত্তারসহ বিএনপির অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া আয়োজন অনুষ্ঠিত
0
Share.