শুক্রবার, ডিসেম্বর ২৭

খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

ঢাকা অফিস: রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো:রাজু আহমেদ(৪১)নামে এক ব্যক্তি নিয়ত হয়েছে। ২০ নভেম্বর মধ্য রাতের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) দীন মোহাম্মদ জানান, আমরা খবর পেয়ে খিলক্ষেত ৩০০ ফিট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা মোঃ ইসমাইল হোসেনের সন্তান।

Share.