বুধবার, জানুয়ারী ২২

খিলক্ষেত কাঁচাবাজারে আগুন, পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান

0

ঢাকা অফিস: রাজধানী ঢাকার খিলক্ষেত কাঁচাবাজারে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি ভাঙারি দোকান। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টা ২৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে খবর পেয়ে প্রথমে দুটি ও পরে আরও ২টি ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমে জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ৪টি ইউনিটি গিয়ে সকাল ৬টা ১৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।

Share.