শুক্রবার, ডিসেম্বর ২৭

খিলগাঁওয়ে গাছের ডালে ঝুলন্ত পাওয়ার হাউজের পিয়নের মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: খিলগাঁও নন্দীপাড়া এলাকায় রেন্ট্রি গাছের সাথে আবু মোঃ আলাউদ্দিন (৪৭)নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২৫ ডিসেম্বর)সকাল দশটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন জানান,আমরা খবর পেয়ে নন্দীপাড়া এলাকায় একটি রেণ্ট্রি গাছের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় আলাউদ্দিন নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তিনি আরো জানান,প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি মৃত ব্যক্তি ঢাকা পাওয়ার হাউজের অফিস থেকে কিছুদিন আগে টাঙ্গাইল সদর পাওয়ার হাউজে বদলি হয়। অফিসের অফিসারের সাথে কেবল চুরি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকায় ফিরে এসে অভিমানে ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। নিহতের বাসা,খিলগাঁওয়ের এক নম্বর স্কুল রোডের ৩০নম্বর বাসার মোঃইয়ার মোহাম্মদ ইসহাক আলীর সন্তান।

Share.