ঢাকা অফিস: ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নেটওয়ার্ক বিড়ম্বনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েওভর্তি হতে পারছেন না ১৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় ৮-১৪ নভেম্বরের মধ্যে ওইসব শিক্ষার্থীরা ‘বিষয় পছন্দক্রম’ অনলাইনে জানাতে পারেনি। রোববার ক্যাম্পাসে উপস্থিত হলে কর্তৃপক্ষ তাদের ভর্তি হওয়ার সুযোগ নেই বলে জানিয়ে দেয়। এতে অনিশ্চিত হয়ে পড়েছে এসব শিক্ষার্থীর শিক্ষা জীবন। এ বিষয়ে রোববার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভূক্তভোগী শিক্ষার্থীরা পছন্দক্রম নির্ধারণের সময়সীমা আরো দুদিন বৃদ্ধির দাবি জানান। এসময় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ন রাজিয়া সুলতানা (রোল-এ ০০৫৫১, মেধাক্রম ১০৪), মাসুম বিল্লাহ (রোল-এ ০৪৮৭০, মেধাক্রম ১৪৫৫), শাহিনুর রহমান (রোল-এ ১২৫৪২, মেধাক্রম ৪২৪), আসলাম মোল্লা (রোল-এ ৫৯০০, মেধাক্রম ১০৭৩) উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নেটওয়ার্ক সমস্যার কথা বলে নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম দিতে না পারায় ৫/৬ জন শিক্ষার্থী সময়বৃদ্ধির আবেদন করেছে। কিন্তু তা বিবেচনার সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে ওই শিক্ষার্থীরা পছন্দক্রম দিতে না পারায় নিয়ম অনুযায়ী তাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বাতিল হবে।
খুবিতে ১৫ শিক্ষার্থীর শিক্ষা জীবন ‘অনিশ্চিত’
0
Share.