বুধবার, জানুয়ারী ২২

খুলনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

0

ঢাকা অফিস: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গোপালগঞ্জের রাফি (৪৫) নামে এক নারী মারা গেছেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের বেতগ্রামে। রাফির স্বামীর নাম মতি রাসেল। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডেঙ্গু ওয়ার্ডের সমন্বয়কারী ডা.  শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রাফির ডেঙ্গু শকে ছিলেন।  তাকে মঙ্গলবার রাত ২টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। এ নিয়ে খুলনায় ১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

Share.