ঢাকা অফিস: মোটরসাইকেলে ডুমুরিয়া পল্লি থেকে খেজুরের রস নিয়ে ফেরার পথে ট্রাকের চাপায় নিহত হন এক মাদ্রাসাছাত্রসহ লন্ড্রি ব্যবসায়ী। আজ শুক্রবার সকাল ৯টার দিকে খুলনা নগরীর জিরোপয়েন্ট এলাকার শিকদার পেট্রল প্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর নিরালা আবাসিক এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. মাহমুদুল হাসান আশিক (১৬)। সে নগরীর রেলওয়ে আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। নিহত অপরজন হলেন কয়রা উপজেলার বাগমারা গ্রামের লন্ড্রি ব্যবসায়ী উত্তম কুমার সিনহা ওরফে পাখি (৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাদ্রাসাশিক্ষার্থী মাহমুদুল হাসান আশিক মোটরসাইকেলে উত্তম সিনহাকে সঙ্গে নিয়ে খেজুরের রস আনতে ডুমুরিয়ার পল্লিতে যান। সেখান থেকে রস নিয়ে বাসায় ফিরছিলেন। পথে সাতক্ষীরাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে খুলানা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
খেজুরের রস নিয়ে বাড়ি ফেরা হলো না মাদ্রাসাছাত্রের
0
Share.