ঢাকা অফিস:সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। জানা গেছে, গাজীপুরের কেপিজি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। এছাড়া জরুরি ভিত্তিতে ঢাকায় আনার জন্য প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। আজ সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার পর এই ঘটনা ঘটে। তামিমের ক্লাব মোহামেডান সূত্রে জানা গেছে, তামিমকে ঢাকায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছিল। বিকেএসপির মাঠে হেলিকপ্টারও নামানো হয়েছিল।জানা গেছে, রোজা রেখে ম্যাচটি খেলতে নামেন তামিম। পরে বুকে ব্যথা অনুভব করার পর পড়ে যান। একটি সূত্রে জানা গেছে, তিনি স্ট্রোক করেছেন। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনার চেষ্টা করা হলেও অবস্থা বেশি ভালো না হওয়ায় সেই পরিকল্পনা বাদ দিয়ে তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে, বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবিতে পরিচালকদের একটি মিটিং হওয়ার কথা ছিল। তামিম অসুস্থ হওয়ায় সেই মিটিং স্থগিত করা হয়েছে।
খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল
0
Share.