শুক্রবার, ডিসেম্বর ২৭

খোকার মরদেহ ঢাকায় আসবে বৃহস্পতিবার

0

ঢাকা অফিস: সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার ঢাকায় আসবে। ওইদিন বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছবে তার মরদেহ। বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার খোকার মরদেহ ঢাকায় পৌঁছাবে। শায়রুল কবির আরও বলেন, খোকার মরদেহ ঢাকায় আনার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে এমিরেটস এয়ারওয়েজের ইকে-২০২ ফ্লাইটে টিকিট করা হয়েছে। যেটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে রওয়ানা হওয়ার কথা রয়েছে। পরে দুবাই হয়ে ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে খোকার মরদেহ।

Share.