ঢাকা অফিস: গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ খাঁন। সোমবার (১০জুলাই) দিনভর কাউন্সিল ও ভোটগ্রহণ শেষে রাতে এ ফলাফল গণমাধ্যমকে জানান দলটির সংবাদমাধ্যমের সমন্বয়ক আবু হানিফ। এর আগে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার। আবু হানিফ জানান, কাউন্সিলে মোট ভোটার ২১৬ জন। উচ্চতর পরিষদে ভোটার ১২৬ জন। তাদের ভোটে দলটির উচ্চতর পরিষদ সদস্য হিসেবে আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি পদে সর্বোচ্চ ১৩৫ ভোট পেয়ে দলটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে থাকা রাশেদ খান সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।