ঢাকা অফিস:জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পরিবারকে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) সেনাবাহিনী প্রধান শহীদ আবু সাঈদের পিতার কাছে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। মাতৃভূমির জন্য তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।গত ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের পিতা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএইচ, ঢাকায় আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরে ২৩ মার্চ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।
গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের পরিবারের প্রতি সেনাপ্রধানের আর্থিক সহায়তা
0
Share.