সোমবার, ডিসেম্বর ২৩

গণআন্দোলন সফল করতে জনতাকে ঐক্যবদ্ধ করেই মাঠে নামতে হবে: ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

0

ঢাকা অফিস: গণআন্দোলন সফল করতে হলে কৃষক-শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করেই মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আজ শুক্রবার (৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে সদ্য প্রয়াত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর স্মরণসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের আইন অঙ্গনে মোহাম্মদ আলীর অবদানের কথা স্মরণ করেন বক্তারা। বলেন, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সৎ সাহস ছিল সাবেক এই অ্যাটর্নি জেনারেলের। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তার আদর্শ ধারন করে সামনের দিনগুলোতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন ব্যারিস্টার জমির উদ্দিন।

Share.