গণটিকার দ্বিতীয় ডোজ শুরু আজ

0

ঢাকা অফিস:  নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে অনুষ্ঠিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আজ মঙ্গলবার সকাল থেকে দেওয়া শুরু হয়েছে।গ্রামের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে শহরের সিটি করপোরেশন এলাকার সর্বত্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকাদান চলবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।গত ৭ জুলাই দেশব্যাপী গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ দেওয়া শুরু হয়। এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী একযোগে ৫০ লাখ ৭১ হাজার মানুষ গণটিকায় অংশ নিয়ে প্রথম ডোজ টিকা গ্রহণ করেন।টিকাদান কর্মসূচি সফল করতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি।‘অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়ের এসএমএস লাগবে না’স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অন্তঃসত্ত্বা নারীরা এসএমএস না পেলেও তারা নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এএনসি কার্ড বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র, যাতে উল্লেখ থাকবে তিনি অন্তঃসত্ত্বা‑ সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। স্তন্যদানকারী নারীরাও এসএমএস ছাড়াই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

Share.