গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাউদ্দিনের

0

ঢাকা অফিস: ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘এখানে ধানের শীষের পক্ষে জোয়ার শুরু হয়েছে। এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। আগামী ১৭ অক্টোবর সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজের ভোট নিজে দিবেন।‘আজ শনিবার ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ যাত্রাবাড়ী এলাকার ৪৮ নম্বর ওয়ার্ডের আর কে চৌধুরী কলেজ গলি, ৪৯ নম্বর ওয়ার্ডের সুতি খালপাড় ও ৫০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর গলিতে গণসংযোগকালে এসব কথা বলেন।এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী বলেন, ‘নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। আমাদের অভিযোগগুলো আমলে নিচ্ছে না। নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট বিনা কারণে আমাদের কাজে বাধা সৃষ্টি করছেন।‘

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আজ শনিবার ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ যাত্রাবাড়ী এলাকায় গণসংযোগ করেন। ছবি : এনটিভি

ঢাকা-৫ আসনের উপনির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন ধানের শীষের প্রার্থী। গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহসভাপতি আনোয়ার হোসেন সরদার, যুগ্ম সম্পাদক মাসুম দেওয়ান, যাত্রাবাড়ী থানা যুবদলের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান মধু, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শান্ত ইসলাম, জুম্মন, যাত্রাবাড়ী থানা জাসাসের আহ্বায়ক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের থানা আহ্বায়ক আলাউদ্দিন মানিক, মহিলা দলের যাত্রাবাড়ী থানা সভানেত্রী মাসুদা খান লতা প্রমুখ।

Share.