সোমবার, ডিসেম্বর ২৩

গণেশের এই রূপ আগে দেখেনি কেউ

0

ডেস্ক রিপোর্ট: ভারতে ভিন্ন অবয়বে দেবতা গণেশের প্রতিমা বানিয়ে তাক লাগাল এক শিল্পী। সম্প্রতি ডাক্তারের বেশে গণেশটিকে মণ্ডপে প্রদর্শন করা হয়। করোনা থেকে মুক্তিলাভে এমন উদ্যোগ বলে জানায় কর্তৃপক্ষ। ভিন্ন রকমের মূর্তিটি দেখতে মণ্ডপে ভিড় করেন ভক্তরা।গায়ে ডাক্তারের পোশাক। মাথায় টুপি আর কানে প্রেশার মাপার যন্ত্র। গণেশের এমন রূপ এর আগে কখনোই দেখেনি কেউ। শুক্রবার দেবতা গণেশের জন্মদিনে চিকিৎসকের বেশে প্রতিমাটিকে মণ্ডপে প্রদর্শন করা হয়। সম্প্রতি ভারতের পশ্চিম আহমেদাবাদ শহরে করোনা থেকে মুক্তি লাভের প্রার্থনায় গণেশকে এমন রূপে সাজানো হয়। গণেশটি তৈরি করেছেন মণ্ডপের শিল্পী ময়ূর ঠাকুর। করোনায় নাকাল ভারতের আহমেদাবাদ শহর। ময়ূর ঠাকুর জানায়, মূলত কোভিডের কারণে স্বজনরা যত মানুষ হারিয়েছেন তাদের আবেগ তুলে ধরতেই গণেশকে এমন রূপ দিয়েছেন। করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে মানুষকে সচেতন করতে তার এই শিল্পকর্ম ভূমিকা রাখবে বলেও জানান তিনি।একজন বলেন, করোনার মধ্যে আমরা কত কঠিন সময় পার করছি সেটিই গণেশ পূজায় দেখাতে চেয়েছি। মহামারি আমাদের জীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিমার মাধ্যমে আমি মানুষকে মণ্ডপে ভিড় এড়াতে ও ভ্যাকসিন গ্রহণর সচেতন করতে চেয়েছি।শুক্রবার নতুন প্রায় ৩৫ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। এদিন গণেশ পূজায় মণ্ডপগুলোতে করোনা মুক্তি লাভের প্রার্থনা করা হয়।এদিকে দেশটির মধ্যে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন কেরলায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৭২ জন। দেশের মোট আক্রান্তের প্রায় দুই তৃতীয়াংশই আক্রান্ত হয়েছেন দক্ষিণের এ রাজ্যে।মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। গত চার দিন সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী থাকলে বুধবার (৮ সেপ্টেম্বর) তা বেড়েছে।ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে গত কয়েক দিনের তুলনায় করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৩৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৯১৯ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৫ লাখ ৯৮ হাজার ৩৫৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৯২ লাখ ২৮ হাজার ২১৬ জন।এর আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গিয়েছিলেন ৬ হাজার ৬০৬ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৯৯ হাজার ১৬৯ জন।২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share.