গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আরও কমেছে

0

ডেস্ক রিপোর্ট: গত কয়েকদিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আরও কমেছে। এক দিনের ব্যবধানে বিশ্বজুড়ে শনাক্ত কমেছে ৩ লাখেরও বেশি, আর মৃত্যু কমেছে প্রায় ৩ হাজার। রবিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবাসইট ওয়ার্ল্ডমিটার্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জনের, আর এ রোগে মারা গেছেন ৫ হাজার ২৭৮ জন। আগের দিন শনিবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৫ লাখ ৯০ হাজার ৩৯৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৭৪ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ লাখ ১৫ হাজার ৫৮৩ জন। এখন পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জন এবং এ রোগে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জনে। এছাড়া, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা বর্তমানে ৩৫ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯০৩ জন।ওয়ার্ল্ডওমিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের দেশসমূহের মধ্যে সংক্রমণ-মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে রাশিয়ায়। উল্লেখিত সময়ে দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৪৫ জনের। এছাড়া জার্মানিতে নতুন আক্রান্ত ১ লাখ ৪ হাজার ১৩১ জন, মৃত্যু ৬৫ জনের। দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ১ লাখ ৪ হাজার ১২৮ জন ও মৃত্যু ৫১ জনের। জাপানে নতুন আক্রান্ত ৭৭ হাজার ১৫৩ জন ও মৃত্যু ২০৩ জনের, তুরস্কে নতুন আক্রান্ত ৭০ হাজার ৩৫৫ জন ও মৃত্যু ২৬৩ জনের।

 

Share.